জ্বালানি তেল উত্তোলনে অন্যতম ব্যয়বহুল দেশ রাশিয়া

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেল উত্তোলনে অন্যতম ব্যয়বহুল দেশ রাশিয়া। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের সাম্প্রতিক এক গবেষায় দেখানো হয়েছে, রাশিয়ায় জ্বালানি তেল উৎপাদনে ব্যারেলপ্রতি গড়ে ৪৩ ডলার খরচ পড়ে। যেখানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সাম্প্রতিক গড় দাম ৬০ ডলার, আর ব্রেন্টের দাম ৬৩ দশমিক ডলার। গত সপ্তাহে সৌদি আরামকোর প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রসপেক্টাসেও তথ্য উল্লেখ করা হয়েছে। খবর মস্কো টাইমস অয়েলপ্রাইস ডটকম।

আইএইচএস মার্কিটের হিসাবে, রাশিয়ায় এক ব্যারেল অপরিশোধিত ব্রেন্ট জ্বালানি তেল উত্তোলনে খরচ হয় গড়ে ৪৩ ডলার। এর মধ্যে ভূমিতে উত্তোলনে ব্যয় ব্যারেলপ্রতি ৪২ ডলার, আর উপকূলে ৪৪ ডলার। এটি সৌদি আরবে জ্বালানি উত্তোলনের ব্যয়ের দ্বিগুণেরও বেশি। দেশটিতে ব্যারেলপ্রতি উত্তোলনে খরচ হয় মাত্র ১৭ ডলার, এটি বিশ্বের মধ্যে সর্বনিম্ন উত্তোলন ব্যয়।

অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনে সবচেয়ে ব্যয়বহুল দেশ ভেনিজুয়েলা। দেশে উপকূলের প্রকল্পগুলোয় ব্যারেলপ্রতি ব্যয় ৬৩ ডলার। এর পরের অবস্থানেই রয়েছে চীন, ৫৫-৬০ ডলার।

উত্তোলন ব্যয়ের দিক থেকে রাশিয়া ওপেকভুক্ত দেশ যেমন সৌদি আরব, ইরাক, কুয়েত, ইরান, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্য, মেক্সিকো উপসাগরীয় অঞ্চল নরওয়ের চেয়ে অনেক ব্যয়বহুল দেশ। এমনকি জ্বালানি উত্তোলনে ব্যয়বহুল দেশ হিসেবে পরিচিত আজারবাইজান, অ্যাঙ্গোলা, থাইল্যান্ড ভারতের চেয়েও বেশি ব্যয় হয় রাশিয়ায়।

এরপরও আগামী পাঁচ বছরের মধ্যে অপরিশোধিত জ্বালানি তেলের রফতানি দৈনিক চার থেকে পাঁচ লাখ ব্যারেল বাড়িয়ে ৫৬ লাখ ব্যারেলে উন্নীত করতে চায় রাশিয়া। সম্প্রতি রুশ ভাষার সাময়িকী এনার্জি পলিসিতে এমন আশাবাদ ব্যক্ত করেছেন রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকসান্দর নোভাক।

অবশ্য জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে এরই মধ্যে অবস্থান তৈরি করে নিয়েছে রাশিয়া। ২০১৮ সালে দেশটির অপরিশোধিত তেল রফতানি দশমিক শতাংশ বেড়েছে। বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী, গত বছর তেল রফতানি বেড়ে দৈনিক ২৬ কোটি টন বা ৫২ লাখ ২০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে।

অবশ্য উত্তোলন ব্যয় নিয়ন্ত্রণের লাগাম রুশ সরকারের হাতেই রয়েছে। কারণ ব্যয় শুধু খনি থেকে তেল উত্তোলন, সংশ্লেষণ আর প্রকল্পের অবস্থানের ওপর নির্ভর করে না। সরকারের শুল্ক এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরবিসি পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পরিসংখ্যান সংস্থা রোস্ট্যাটের হিসাবে কর অব্যাহতি পেলে রাশিয়ায় তেল উত্তোলন ব্যয় ব্যারেলপ্রতি ৩২ ডলারে নেমে আসবে।

আরবিসিকে বিশ্লেকরা বলেছেন, তেল কোম্পানির ওপর অধিক শুল্কারোপকারী অন্যতম দেশ রাশিয়া। তবে এখানে রুশ সরকারের একটি চালাকিও আছে: উত্তোলন বৃদ্ধিতে সরকার ব্যাপক হারে কর অব্যাহতি দিয়ে থাকে। সম্প্রতি রুশ সুমেরুতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত তেল কোম্পানি রসনেফটের ভোস্টক অয়েল প্রকল্পকে ট্রিলিয়ন রুবল করছাড় দেয়া হয়েছে।

রুশ ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বাজার ইউরোপ। এরপরই রয়েছে চীন। সাম্প্রতিক বছরগুলোয় অভ্যন্তরীণ চাহিদা মেটাতে রাশিয়া থেকে ব্যাপক হারে জ্বালানি তেল আমদানি করছে বেইজিং। ২০১৬ সালে চীনে অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে শীর্ষে ছিল রাশিয়া। ওই বছরই প্রথমবারের মতো চীনের প্রধান সরবরাহকারী সৌদি আরবকে হটিয়ে শীর্ষে উঠে যায় রাশিয়া। এরপর টানা দুই বছর অবস্থান ধরে রেখেছিল। তবে গত সেপ্টেম্বরে অবস্থান ফিরে পেয়েছে সৌদি আরব। বর্তমানে এর পরের অবস্থানেই রয়েছে যথাক্রমে রাশিয়া ইরাক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন