রাজিব-দিয়ার মৃত্যুর মামলার রায় ১ ডিসেম্বর

আদালত প্রতিবেদক

 বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী রাজিব দিয়ার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার রায় ঘোষণা হবে ডিসেম্বর ঢাকার মহানগর সিনিয়র দায়রা জজ কেএম ইমরুল কায়েস গতকাল রায় ঘোষণার দিন ঠিক করেন

বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, মামলায় রাষ্ট্রপক্ষের ৪১ সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে এরপর আত্মপক্ষ যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হলো

মামলায় আসামি জাবালে নুরের ঘাতক বাসের চালক মাসুম বিল্লাহ (৩০), হেলপার মো. এনায়েত হোসেন (৩৮) চালক মো. জোবায়ের সুমন (৩৬) বর্তমানে কারাগারে রয়েছেন দুই আসামি বাস মালিক মো. জাহাঙ্গীর আলম (৪৫) হেলপার মো. আসাদ কাজী (৪৫) পলাতক এছাড়া মামলার আরেক আসামি ঘাতক বাসের মালিক মো. শাহদাত হোসেন আকন্দের অংশের বিচার হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে

প্রসঙ্গত, গত বছরের ২৫ অক্টোবর মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় এর আগে গত বছরেরই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে ডিবি পুলিশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন