শেষ আটে শাপলা-এলিনা

ক্রীড়া প্রতিবেদক

 ইউনেক্স-সানরাইজ নেপাল ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে নারী দ্বৈত ইভেন্ট বাংলাদেশের সম্ভাবনার বাতি জ্বালিয়ে রেখেছে কোয়ার্টার ফাইনালে আজ থাইল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ

ম্যাচ জিতলে পদক নিশ্চিত, অন্যথায় গত বছরের মতো ফিরতে হবে শূন্য হাতে বাংলাদেশের পদকের সম্ভাবনা নিয়ে নেপাল থেকে কোচ অহিদুজ্জামান রাজু বণিক বার্তাকে বলেছেন, এটা আমাদের জন্য কঠিন তার পরও সামর্থ্যের সেরাটা দিয়েই লড়ব

প্রতিযোগিতা কোর্টে গড়ানোর দিনে শাপলা আক্তার-এলিনা সুলতানা জুটি স্বাগতিক নেপালের জেসিকা গুরুং-পূজা শ্রেষ্ঠা জুটিকে সরাসরি সেটে হারায় প্রথম সেট ২১- পয়েন্টে জিতে নেয়ার পর নেপালকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেননি সময়ের সেরা দুই নারী শাটলার পরের সেট ২১-১৫ পয়েন্টে জিতে ম্যাচটা ওখানেই শেষ করে দেন তারা ছেলেদের এককে গৌরব সিংহ ছাড়া সবাই প্রথম রাউন্ডে হেরেছেন গৌরব ভুটানের অনিশ গুরুংকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিলেন রাউন্ডে মঙ্গোলিয়ার মুনখবাথের কাছে হেরে গেছেন ছেলেদের দ্বৈত ইভেন্টে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা সিবগাত উল্লাহ-গৌরব সিংহ জুটি ভারতের কাছে হেরেছে

নেপালের সীমা রাজবংশীকে হারিয়ে একমাত্র নারী হিসেবে এককের দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছিলেন শাপলা দক্ষিণ কোরিয়ার গা গুন পার্কের কাছে হেরে তার দৌড় শেষ হয় মিশ্র দ্বৈত ইভেন্টে দ্বিতীয় রাউন্ডে গিয়ে দৌড় শেষ হয় বাংলাদেশের চার শাটলারের সালমান খান-এলিনা সুলতানা জুটি থাইল্যান্ডের কাছে হেরেছে গৌরব সিংহ-রেহানা পারভীন জুটি হারে ভারতের কাছে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন