জ্বালানি তেলের উত্তোলন দ্বিগুণ করতে চায় ব্রাজিল

বণিক বার্তা ডেস্ক

জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম ব্রাজিল। বর্তমানে দেশটির দৈনিক উত্তোলন ৩০ লাখ ব্যারেল। তবে দেশটি জ্বালানি উপকূলের নতুন নতুন তেলক্ষেত্র থেকে উত্তোলন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে দেশটি তাদের দৈনিক জ্বালানি তেলের উত্তোলন ৭০ লাখ ব্যারেলে নিয়ে যেতে চায় বলে জানিয়েছেন ব্রাজিলের খনি জ্বালানি বিষয়কমন্ত্রী বেন্তো আলবুকির্কি। তবে তা ঠিক কবে শুরু হবে, সেটির কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি। খবর অয়েল প্রাইস ডটকম রয়টার্স।

কয়েকটি জ্বালানি তেলক্ষেত্রের নিলামকে সামনে রেখে ঘোষণা দিলেন আলবুকির্কি। অন্যদিকে জ্বালানি তেলের উৎপাদন লক্ষ্যপূরণ হলে দেশটি পণ্য রফতানিতে আরো শক্ত অবস্থানে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

উপকূলের নতুন নতুন তেলক্ষেত্র থেকে উত্তোলনের জন্য এরই মধ্যে ব্রাজিলে কয়েকটি নিলাম ডাকা হয়েছে। এর মধ্যে ১০ অক্টোবর বিগ অয়েলের মতো আন্তর্জাতিক কোম্পানি দেশটিতে জ্বালানি তেলের অনুসন্ধান উত্তোলনের কাজ পেয়েছে। এছাড়া চলতি মাসে আরো কয়েকটি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। নতুন নতুন এসব তেলক্ষেত্রের মধ্য দিয়ে দেশটির জ্বালানি তেলের মজুদ বেড়ে তিন হাজার কোটি ব্যারেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে জ্বালানি তেলের উত্তোলন বাড়াতে কাজ করছে ব্রাজিল। এনার্জি আসপেক্টের তথ্য বলছে, নতুন নতুন তেলক্ষেত্র উত্তোলনের ফলে দেশটির বার্ষিক উত্তোলন বেড়েছে লাখ ৮০ হাজার ব্যারেল। ফলে চলতি বছরের আগস্টে দেশটির দৈনিক উত্তোলন বেড়ে দাঁড়ায় ৩১ লাখ ব্যারেল, যা দেশটির যাবত্কালের সর্বোচ্চ। এছাড়া দেশটির অপরিশোধিত তেল উৎপাদনও বেড়েছে। গত আগস্টের উত্তোলন আগের মাসের তুলনায় দৈনিক লাখ ২০ হাজার ব্যারেল বেড়ে দাঁড়ায় ২৯ লাখ ৯০ হাজার ব্যারেল।

অন্যদিকে জ্বালানি তেলের বাজার নিয়ে ওপেকের মাসিক প্রতিবেদন (এমওএমআর) বলছে, আগস্টে ব্রাজিলের দৈনিক অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন ছিল ২৯ লাখ ৯০ হাজার ব্যারেল, যা যাবত্কালের সর্বোচ্চ।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠনটি তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, চলতি আগামী বছর ওপেকবহির্ভূত দেশ থেকে সরবরাহ প্রবৃদ্ধির দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে থাকবে ব্রাজিল।

এদিকে জ্বালানি তেলের বাজারে ক্রমবর্ধমান আধিপত্য বাড়াতে ব্রাজিলকে কাছে চায় ওপেক। কারণ রাশিয়ার নেতৃত্বে ওপেকবহির্ভূত দেশগুলো সঙ্গে নিয়ে ওপেক প্লাস জোট গঠন করা হয়েছে। জোটটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আধিপত্য রোধ সরবরাহ কমিয়ে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার চাঙ্গা করতে কাজ করছে। কিন্তু যুক্তরাষ্ট্র ব্রাজিলের সরবরাহ বৃদ্ধির কারণে কার্যত সে চেষ্টা বৃথা যাচ্ছে। অবস্থায় ব্রাজিলকে ওপেকে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছে ওপেকের শীর্ষ উৎপাদক রফতানিকারক দেশ এবং জোটটির কার্যত নেতা সৌদি আরব।

খাতসংশ্লিষ্টরা মনে করেন, মার্কিন শেল উৎপাদন রফতানি যে হারে বাড়ছে, তাতে ওপেকের একার পক্ষে আর জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য ব্রাজিলের মতো উৎপাদন রফতানিকারক দেশ সদস্য হলে ওপেকের জন্য বেশ সুবিধাই। কারণ ওপেকে যোগ দিলে একক দেশ হিসেবে ব্রাজিল হবে ওপেকের

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন