তিন বছরের লোকসান কাটিয়ে মুনাফায় ন্যাশনাল টিউবস

নিজস্ব প্রতিবেদক

 ২০১৭ হিসাব বছর থেকেই লোকসানের মধ্যে থাকা ন্যাশনাল টিউবস লিমিটেড অবশেষে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লাভের মুখ দেখেছে আলোচ্য তিন মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৩ লাখ ১৪ হাজার ৭৬৮ টাকা, যেখানে আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে কর-পরবর্তী নিট লোকসান ছিল কোটি লাখ ৪৪ হাজার ৭১৫ টাকা

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ন্যাশনাল টিউবসের মোট বিক্রি হয়েছে ১০ কোটি ৯০ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল কোটি ৪০ লাখ ৮৩ হাজার ১৯৪ টাকা শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, যেখানে আগের হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭২ পয়সা ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭৫ টাকা ৪৭ পয়সা

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছর পর্যন্ত মুনাফায় থাকলেও ২০১৭ হিসাব বছর থেকেই লোকসানে রয়েছে ন্যাশনাল টিউবস নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান হয় কোটি লাখ হাজার ৮৯৭ টাকা শেয়ারপ্রতি লোকসান হয় টাকা ৪৬ পয়সা (পুনর্মূল্যায়িত) ওই হিসাব বছরের প্রথম তিনটি প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল যথাক্রমে টাকা ৪৩ পয়সা, টাকা ৪৪ পয়সা টাকা ২৮ পয়সা

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির নিট লোকসান কিছুটা কমে দাঁড়ায় কোটি ৯০ লাখ ৪৬ হাজার ৯২১ টাকা বার্ষিক শেয়ারপ্রতি লোকসান ছিল টাকা পয়সা প্রথম, দ্বিতীয় তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ছিল যথাক্রমে টাকা ১০ পয়সা, ৪৬ পয়সা ৭৯ পয়সা

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরটাও লোকসানের মধ্যে কেটেছে ন্যাশনাল টিউবসের গোটা হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৬ পয়সা আর প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে যথাক্রমে ৭২ পয়সা, ২৭ পয়সা পয়সা আগের হিসাব বছরের চেয়ে সমাপ্ত ২০১৯ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে টাকা ৮৯ পয়সা বা ৯২ দশমিক শতাংশ

সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ন্যাশনাল টিউবস লিমিটেডের পরিচালনা পর্ষদ আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ঘোষিত লভ্যাংশসহ প্রাসঙ্গিক অন্যান্য এজেন্ডা পর্যালোচনার জন্য

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন