এশিয়ায় কয়লার দাম নিম্নমুখী

বণিক বার্তা ডেস্ক

 এশিয়া তথা বিশ্বের শীর্ষ কয়লার ভোক্তা দেশ চীন দেশটিতে জ্বালানি পণ্যটির মজুদ বেড়ে গত পাঁচ বছরের সর্বোচ্চে পৌঁছেছে এর প্রভাবে অঞ্চলে জ্বালানিটির দামে মন্দা ভাব বজায় রয়েছে ধারাবাহিকতায় সর্বশেষ সপ্তাহে (বৃহস্পতিবার শেষ হওয়া) এশিয়ায় কয়লার দাম আগের সপ্তাহের তুলনায় শতাংশ কমেছে খবর মন্টেল

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উচ্চ গ্রেডের অস্ট্রেলিয়ার রফতানিযোগ্য কয়লার সর্বশেষ দাম দাঁড়িয়েছে টনপ্রতি ৬৭ ডলার শূন্য সেন্ট, যা চলতি বছরের শুরুর দামের তুলনায় ৩৩ শতাংশ কম

বৈশ্বিক কয়লা বাজারে নিউক্যাসল সূচকের আওতাধীন পণ্যের দাম বর্তমানে ডলার ৮০ সেন্ট কমেছে এতে ইউরোপীয় কয়লার দাম  কমে টনপ্রতি ১০ ডলারে নেমে এসেছে যদিও উত্তর-পশ্চিম ইউরোপে জ্বালানি পণ্যটির দাম বাড়তির দিকে

বিশ্লেষণ সংস্থা এসএক্সকোলের নিরীক্ষণ তথ্য অুনযায়ী, চীনের উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোয় বছরের শুরু থেকে পর্যন্ত কয়লার মজুদ বেড়ে দাঁড়িয়েছে কোটি ৭০ লাখ টন; যা আগের বছরের একই সময়ের তুলনায় শতাংশ বেশি প্রতিষ্ঠানটির বিশ্লেষক জেং হাও বলেন, সেপ্টেম্বরের শুরুর দিকে জ্বালানি পণ্যটির মজুদের পরিমাণ ছিল আট কোটি টন কারণে এর পরের দুই মাসে মজুদের প্রাক্কলন দুই কোটি টন বাড়ানো হয়েছে

এদিকে চলতি বছরে চীনে কয়লা আমদানি বেড়েই চলেছে এখন পর্যন্ত দেশটি গত বছরের তুলনায় ১০ শতাংশের বেশি কয়লা আমদানি করেছে বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) চীন আন্তর্জাতিক বাজার থেকে মোট ২৫ কোটি লাখ ৭০ হাজার টন কয়লা আমদানি করেছে ধারা বাকি মাসগুলোয়ও অব্যাহত থাকতে পারে

অন্যদিকে বছরের শুরু থেকে এখন পর্যন্ত চীনের অভ্যন্তরীণ কূপগুলো থেকে কয়লা উত্তোলন বেড়ে ২৭৪ কোটি টনে উন্নীত হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় শতাংশ বেশি উৎপাদন রফতানি উভয় খাতেই চাঙ্গা ভাব বজায় থাকায় জ্বালানির মজুদ বাড়ছে দেশটিতে

মজুদ বৃদ্ধির জেরে চীনের বাজারে বর্তমানে কয়লার দাম চলতি বছরে সর্বনিম্ন স্তরে রয়েছে দেশটির ঝেনঝু এক্সচেঞ্জে সর্বশেষ সপ্তাহে পণ্যটির দাম আগের সপ্তাহের তুলনায় শতাংশ কমে টনপ্রতি ৭৭ ডলার ৩৯ সেন্টে বিক্রি হয়েছে

এদিকে বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা ভোক্তা দেশ ভারতে পণ্যটির উত্তোলন স্বাভাবিক অবস্থায় ফিরেছে সম্প্রতি মৌসুমি বৃষ্টিপাতের কারণে উত্তোলন ব্যাহত হওয়ায় জ্বালানিটি আমদানি বাড়িয়েছিল দেশটি

ভারতেরও কয়লা মজুদে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন