নতুন তিন ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি এনেছে অপো

বণিক বার্তা ডেস্ক

চীনভিত্তিক ডিভাইস নির্মাতা অপো নতুন তিন ধরনের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি উন্মোচন করেছে। ৬৫ ওয়াট সুপার ভোক ফাস্ট চার্জ ., ৩০ ওয়াট ওয়্যারলেস ভোক ফ্ল্যাশ চার্জ এবং ভোক ফ্ল্যাশ চার্জ . তিন প্রযুক্তি ফাস্ট চার্জিংয়ে অপোর অবস্থান আরো দৃঢ় করবে। ৬৫ ওয়াট সুপার ভোক . প্রযুক্তি প্রথমবারের মতো অপো রেনো এইচ স্মার্টফোনে ব্যবহার করা হবে। চার্জিং প্রযুক্তিতে ৩০ মিনিটেই ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ফুল চার্জ দেয়া সম্ভব। কাস্টমাইজড এবং অ্যাডভান্সড কম্পোনেন্ট ডিজাইনের পাশাপাশি এতে গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর ব্যবহার হয়েছে, যা চার্জিংয়ের সময় কমাবে, অ্যাডাপ্টারের আকারও ছোট হবে। খবর সিনেট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন