উন্নত বাংলাদেশ বিনির্মাণে উদ্ভাবনশক্তির বিকল্প নেই — বিডা নির্বাহী চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

উন্নত বাংলাদেশ বিনির্মাণে সৃজনশীল উদ্ভাবনশক্তির বিকল্প নেই। গতকাল এক সভায় এ মত পোষণ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিডা। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল বিডা কার্যালয়ে বিডা আয়োজিতইনোভেশন ইন পাবলিক সার্ভিস ডেলিভারিইনোভেশন কালচার ইন প্রাইভেট সেক্টর শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। সভাটি সঞ্চালনায় ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।

সভায় মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তিনির্ভরডিজিটাল বাংলাদেশ পর্বের সূচনা হয়। তারই ধারাবাহিকতায় জনগণকে সহজে স্বল্প সময়ে উন্নত মানের সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে পাবলিক সেক্টরে নিত্যনতুন উদ্ভাবনের প্রবর্তন করা হয়। ফলে আজ বিভিন্ন পাবলিক সেক্টরে সহজেই উন্নত মানের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রীর কার্যালয়েরঅ্যাকসেস টু ইনফরমেশন’-এর পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী ইনোভেশনে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের সাফল্যের কথা তুলে ধরে বলেন, কোনো শিশুই না পড়ে গিয়ে হাঁটতে শেখে না, সুতরাং কাজ করলে ভুল হবেই। আর আর ভুল সংশোধন করে সেখান থেকেই শিখতে হবে। আমরা শিখতে পেরেছি বলেই আজ বিশ্বে বাংলাদেশ উদ্ভাবনের দেশ হিসেবে পরিচিত। এ সময় এসডিজি সূচকে বাংলাদেশের সফলতার কথা তুলে ধরে তিনি আরো বলেন, টেকসই উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে সবার অংশগ্রহণে প্রাতিষ্ঠানিকভাবে সৃজনশীল উদ্ভাবনকে মূল চালিকাশক্তিতে পরিণত করতে হবে।

মতবিনিময়কালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিউটন হাওয়ার্ড উন্নত বিশ্বে তথ্যপ্রযুক্তিনির্ভর ইনোভেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় এমসিসিআইয়ের প্রেসিডেন্ট নিহাদ কবির প্রাইভেট সেক্টরে ইনোভেশনের গুরুত্ব তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন