ইন্টার রক্ষণ বনাম বার্সা আক্রমণ : ন্যু ক্যাম্পে ধ্রুপদের অপেক্ষা

বলা হয়ে থাকে, আধুনিক ফুটবলে গোল হচ্ছে সোনার হরিণ কিন্তু চলতি মৌসুমের ইন্টার মিলানের ডিফেন্সের দিকে তাকালে সেই গোল করাকে সোনার হরিণের চেয়েও কঠিন কিছু বলে মনে হয় দুর্দান্ত মৌসুম শুরু করা ইন্টার এখন পর্যন্ত সাত ম্যাচে হজম করেছে মাত্র গোল ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো দলই ইন্টারের চেয়ে কম গোল হজম করেনি তথ্য থেকেই বোঝা যাচ্ছে, অ্যান্তোনিও কন্তে কতটা নিশ্ছিদ্র নিরাপত্তাব্যূহ তৈরি করেছেন প্রতিপক্ষকে সামলানোর জন্য

গোলবারের নিচে অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছেন হ্যান্ডানোভিচ ডিফেন্সে আছেন ডি ব্রিজ-স্ক্রিনিয়াররা সে সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে যুক্ত হয়েছেন দিয়েগো গডিনও সব মিলিয়ে আজ ন্যু ক্যাম্পে বার্সেলোনার সামনে কঠিন এক প্রতিরক্ষা দেয়াল নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলতে যাচ্ছে ইতালিয়ান টপাররা ন্যু ক্যাম্পে গ্রুপ এফ-এর উত্তাপ ছড়ানো ম্যাচে ইন্টারের লক্ষ্য একটাই, বার্সাকে নিরাশ করে পয়েন্ট নিয়ে আসা

এদিকে ইন্টারের ঠিক উল্টো রথে চেপে বসেছে বার্সা নতুন মৌসুমের শুরুটাও হয়েছে যাচ্ছেতাই কিন্তু দলটির নাম বার্সেলোনা নিজেদের সেরা ছন্দে ফিরতে একটি ম্যাচই যথেষ্ট তাদের সাম্প্রতিক সময়ের ব্যর্থতা ভুলতে ক্ষুধার্ত বাঘের মতো লড়াইয়ে নামবে তারা যেখানে লড়াইটা জমে উঠবে ইন্টার রক্ষণভাগের সঙ্গে বার্সার আক্রমণভাগের তবে এখন পর্যন্ত বার্সার সবচেয়ে বড় মাথাব্যথা লিওনেল মেসির ইনজুরি সর্বশেষ গেটাফের বিপক্ষে জেতা ম্যাচে ফের চোটে পড়ে মাঠ ছাড়েন মেসি মেসিকে না পাওয়া বার্সার জন্য বড় ধাক্কাই বটে পাশাপাশি আশার কথা হচ্ছে এরই মধ্যে চোট কাটিয়ে বার্সার অনুশীলনে ফিরে এসেছেন মেসি তার সঙ্গে যোগ দিয়েছেন চোটে থাকা আরেক খেলোয়াড় উসমাস দেম্বেলেও যদিও তাদের মাঠে নামার সম্ভাবনা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন