ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবিকে বিএসএফের শুভেচ্ছা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সকাল পৌনে ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাবপিলার-সংলগ্ন শূন্যরেখায় শুভেচ্ছা জানানো হয়। এ সময় ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সান্ধু ও জগদীশ প্রসাদ বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেনের কাছে মিষ্টি দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিব হোসেন, বিএসএফের দলবির সিং, এএল টির্কি প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ডিএস সান্ধু বলেন, ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি। আমরা দুই বাহিনী সীমান্তে দায়িত্ব পালন করি। বিভিন্ন উৎসবে আমরা একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করি।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাফ হোসেন জানান, সৌহার্দ সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে সীমান্তে দুই বাহিনী যাতে দায়িত্ব পালন করতে পারে, এজন্য বিভিন্ন দিবসে আমরা একে অন্যকে বিভিন্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানাই। দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দুই বাহিনীর মধ্যে এ রেওয়াজ চালু রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন