ট্রাফিক আইন ভঙ্গ : জরিমানা আদায় হবে ঘটনাস্থলেই

নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক আইন ভঙ্গের মামলায় এখন থেকে আর গাড়ির (যানবাহন) কাগজপত্র জব্দ করবে না পুলিশ। জরিমানা আদায় করা হবে ঘটনাস্থলেই। ডেবিট বা ক্রেডিট কার্ড, ইউক্যাশ, বিকাশ ও রকেটের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করা যাবে। ই-প্রসিকিউশনের নতুন এ পদ্ধতি গতকাল রাজধানীর কাকরাইলের রাজমণি ক্রসিং এলাকায় উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

এর আগে ঢাকা মহানগরীর সড়কে ও ফুটপাতে চলাচল করা পথচারীদের আরো অধিক সচেতন করার লক্ষ্যে ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চার ট্রাফিক বিভাগ এলাকায় ‘পথচারীর করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন আছাদুজ্জামান মিয়া।

এতদিন ট্রাফিক আইন ভঙ্গে জরিমানার ক্ষেত্রে হাতে লেখা বা প্রিন্টেড কেস স্লিপ চালককে দিয়ে তার গাড়ির কাগজপত্র জব্দ করা হতো।

পরে ইউক্যাশের মাধ্যমে জরিমানার অর্থ প্রদানের পর গাড়ির কাগজ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়ির মালিককে পৌঁছে দেয়া হতো। ই-প্রসিকিউশন পদ্ধতি চালুর মধ্য দিয়ে কষ্টকর ও সময়সাপেক্ষ কাজের অবসান হলো বলে জানান ডিএমপি কমিশনার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন