কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

পুলিশের যেসব সদস্য এখনো যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, ‘যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেননি তারা পুলিশ নয়, অপরাধী হিসেবে গণ্য হবেন।’

গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভাশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগ দেননি, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এর আগে ১৮৭ জনের কথা বলেছিলাম। এরপরে মনে হয় আর কেউ যোগদান করেননি।’

নতুন করে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুই-একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।’

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাৎসব অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো বলব না, তবে দিনে দিনে ভালো হবে। পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরো ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।’

মাজার ও দরগাহর নিরাপত্তা দেয়া হবে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল সকালে আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা এবং কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, পার্বত্য জেলাগুলোয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সশস্ত্র গ্রুপের অপতৎপরতা রোধে করণীয়, সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে উদ্যোগ, অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা, বিভিন্ন মাজার-দরগার নিরাপত্তা বিধান, মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গার্মেন্টস কারখানা, ওষুধ শিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির তৎপরতা রোধে করণীয়, মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশ নেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন