শনিবার ডিআইইউতে ন্যাশনাল এইচআর সামিট ২০২৪

ছবি: বিজ্ঞপ্তি থেকে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ন্যাশনাল এইচআর সামিট ২০২৪। আগামীকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) এ সামিট অনুষ্ঠিত হবে।

এ ইভেন্টে বাংলাদেশের ৫০ জনেরও বেশি শীর্ষস্থানীয় এইচআর পেশাজীবী ও শিল্প নেতা অংশ নেবেন। এবারের প্রতিপাদ্য বিষয় হবে ‘এআই ব্যবহার করে বাংলাদেশকে রূপান্তরিত করা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যুব উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক (পরিকল্পনা) এমএ আখের। অনুষ্ঠানে বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর প্রধানরা অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সির মাধ্যমে তরুণ সমাজ ভবিষ্যতে কর্মক্ষেত্রে কীভাবে সফলতা লাভ করবে, পাশাপাশি কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বাংলাদেশকে বিশ্বের দরবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন