কুমিল্লা

পানির স্রোতে বিলীন হয়েছে পাকা সড়ক

বণিক বার্তা প্রতিনিধি, কুমিল্লা

ছবি : বণিক বার্তা

কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে ১৪টিতেই ভয়াবহ বন্যা দেখা দেয়। এরই মধ্যে বন্যাকবলিত এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। পানি কমতেই স্পষ্ট হচ্ছে সড়কের ক্ষতচিহ্ন। জেলায় শুধু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সড়ক জনপথ (সওজ) বিভাগেরই প্রায় হাজার ২০০ কিলোমিটার সড়ক তলিয়ে যায়। দীর্ঘদিন পানি জমে থাকায় অধিকাংশ সড়কের কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্ত। অনেক স্থানে পানির স্রোতে বিলীন হয়ে গেছে পাকা গ্রামীণ সড়ক। দেখে বোঝার উপায় নেই সেখানে আগে সড়কের অস্তিত্ব ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২২ আগস্ট টানা বৃষ্টি ভারত থেকে নেমে আসা ঢলে প্লাবিত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। সে সময় মহাসড়কের কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান পানিতে প্লাবিত হয়। বর্তমানে মহাসড়কে পানি না থাকলেও ছোট-বড় অসংখ্য গর্তের কারণে মরণফাঁদে পরিণত হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে আরেকটি হলো কুমিল্লা-বুড়িচং সড়ক। লাকসাম-মনোহরগঞ্জ সড়কের ১১ কিলোমিটার চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বেশির ভাগ স্থানে এখনো হাঁটু সমান পানি। এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সায়েদুজ্জামান সাদেক বণিক বার্তাকে বলেন, ‘৯৬৮ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি পুরোপুরি না কমা পর্যন্ত ক্ষয়ক্ষতির হিসাব করতে পারছি না।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন