আইসিএবি পুরস্কার পেল ২২ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

সনদপ্রাপ্ত হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সেরা বার্ষিক প্রতিবেদন, সমন্বিত প্রতিবেদন করপোরেট সুশাসনের জন্য ব্যাংক, বীমা, উৎপাদনসহ ১৩টি খাতের ২২টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত২৪তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড শীর্ষক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়। বিজয়ী প্রতিষ্ঠানগুলোকে স্বর্ণ, রৌপ্য ব্রোঞ্জতিন শ্রেণীতে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব মো. খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএবির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন।

আইসিএবি জানায়, এবার পুরস্কারের জন্য মোট ৭৬টি প্রতিষ্ঠান তাদের ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন জমা দেয়। সেগুলোর মধ্য থেকে মোট ২২টিকে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত করে জুরি বোর্ড। এর বাইরে আটটি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছে সার্টিফিকেট অব মেরিট সম্মাননা।

খাতভিত্তিক পুরস্কারের মধ্যে বেসরকারি ব্যাংক খাত শ্রেণীতে যৌথভাবে স্বর্ণপদক পেয়েছে ব্যাংক এশিয়া শাহজালাল ইসলামী ব্যাংক। এছাড়া সিটি ব্যাংক রৌপ্য এবং ব্র্যাক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) যৌথভাবে ব্রোঞ্জ পুরস্কার বিজয়ী হয়েছে। আর আর্থিক সেবা খাত থেকে স্বর্ণপদক পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স। এছাড়া আইডিএলসি ফাইন্যান্স ব্রোঞ্জ পুরস্কার জিতেছে।

উৎপাদন খাত থেকে আইসিবি স্বর্ণপদক পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ রৌপ্য রেকিট বেনকিজার (বাংলাদেশ) ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। অন্যান্য খাতের মধ্যে বিদ্যুৎ জ্বালানি শ্রেণীতে রৌপ্য পুরস্কার পেয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

ডাইভার্সিফায়েড হোল্ডিংস খাতে এসিআই লিমিটেডের প্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। জেনারেল ইন্স্যুরেন্স তথা সাধারণ বীমা খাতে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি স্বর্ণপদক, রিলায়েন্স ইন্স্যুরেন্স রৌপ্য সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ব্রোঞ্জ পুরস্কার লাভ করেছে। লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বীমা খাতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।

এনজিও বা এনপিও খাতে সাজিদা ফাউন্ডেশন রৌপ্য পুরস্কার শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে। সেবা খাতে ব্রোঞ্জ পুরস্কার জিতেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি খাতে রবি আজিয়াটা লিমিটেড স্বর্ণপদক, গ্রামীণফোন লিমিটেড রৌপ্য জেনেক্স ইনফোসিস লিমিটেড ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে।

করপোরেট গভর্ন্যান্স শ্রেণীতে ব্যাংক এশিয়া স্বর্ণ, শাহজালাল ইসলামী ব্যাংক রৌপ্য ব্র্যাক ব্যাংক ব্রোঞ্জ পুরস্কার জিতেছে। এছাড়া ইন্টিগ্রেটেড রিপোর্টিং শ্রেণীতে ব্যাংক এশিয়া শাহজালাল ইসলামী ব্যাংক যৌথভাবে স্বর্ণপদক; আইডিএলসি ফাইন্যান্স রৌপ্য ব্র্যাক ব্যাংক ব্রোঞ্জ পুরস্কার লাভ করেছে। আইসিএবি জানায়, বছর নির্ধারিত নম্বর না পাওয়ায় সরকারি খাতের ব্যাংক, অবকাঠামো, নির্মাণ কৃষি খাতে কোনো পুরস্কার দেয়া হয়নি।

অন্যদিকেমেরিট সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সিঙ্গার বাংলাদেশ, লাফার্জহোলসিম বাংলাদেশ, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস। অনুষ্ঠানে আইসিএবি আরো জানায়, এবার একাধিক প্রতিষ্ঠান ভিন্ন শ্রেণীতে একাধিক পুরস্কার জিতেছে। এতে সার্বিকভাবে বিজয়ী হয়েছে ব্যাংক এশিয়া।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন