এফবিসিসিআইয়ের প্রশাসক

দায়িত্ব গ্রহণ করলেন হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য সাবেক অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান। গতকাল সকালে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন। সময় এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক আদেশে ট্রেড অর্গানাইজেশন অ্যাক্ট ২০২২-এর ধারা ১৭-এর অধীনে মো. হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এর আগে গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন- শাখা থেকে প্রশাসক নিয়োগসংক্রান্ত আদেশ জারি করা হয়। এতে বলা হয়, প্রশাসক মো. হাফিজুর রহমান ১২০ দিনের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন। এর আগে মাহবুবুল আলম স্বাস্থ্যগত কারণে এফবিসিসিআইয়ের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন