নির্দেশনা ছাড়া কর নথি অনুমোদন নয়

নিজস্ব প্রতিবেদক

বণিক বার্তা ইলাস্ট্রেশন।

আয়কর কমিশনারদের প্রতি নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ এ নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করেন। এতে বলা হয়েছে, কর কমিশনাররা আইনানুগ বাধ্যবাধকতা ও এনবিআরের লিখিত নির্দেশনা ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে উপ-কর কমিশনার প্রণীত খসড়া কর আদেশ অনুমোদন থেকে বিরত থাকবেন। অর্থাৎ এনবিআরের নির্দেশনা ছাড়া কর কমিশনাররা কর নির্ধারণীর অনুমোদন দিতে পারবেন না।

আদেশে বলা হয়েছে, কমিশনাররা নিয়মিত সার্কেল ও রেঞ্জ অফিস পরিদর্শন করবেন এবং সঠিকভাবে কর্মসম্পাদনের বিষয়ে নির্দেশনা প্রদান করবেন। অফিস আদেশে আয়কর বিভাগের অধীনস্থ যেকোনো অফিসে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে ছয়টি নির্দেশনা পরিপালন করতে এনবিআর নির্দেশ দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন