আবুধাবিতে বিশ্বের প্রথম এনার্জি ইন্টেলিজেন্ট ফ্রিজার ভ্যানের উন্মোচন

ছবি খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে উন্মোচিত হলো বিশ্বের প্রথম এনার্জি ইন্টেলিজেন্ট ফ্রিজার ভ্যান। সাধারণত এ ধরনের ভ্যানে হিমায়িত পণ্য পরিবহন করা হয়। নতুন এনার্জি ইন্টেলিজেন্ট ভ্যানটির বিশেষত্ব হলো এটি পণ্যের জন্য নির্ধারিত তাপমাত্রা ধরে রাখতে সক্ষম। অর্থাৎ হিমায়িত, গরম কিংবা স্বাভাবিক, যে তাপমাত্রারই পণ্য হোক না কেন, তা অক্ষুণ্ন রেখে গন্তব্যে পৌঁছে দেবে। সর্বশেষ প্রযুক্তির গাড়িটি তৈরি করেছে সিঙ্গাপুরভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠান সিঙ্গাওতো। ভ্যানটি বাণিজ্যিক পরিবহনের ভবিষ্যৎ পাল্টে দেবে বলে দাবি তাদের। পরিবেশবান্ধব জ্বালানিতে চলবে এ ভ্যান। চালকবিহীন এ ভ্যান প্রয়োজন অনুসারে যেকোনো তাপমাত্রাও নিয়ন্ত্রণ করতে পারে। উন্নতমানের সাসপেনশন প্রযুক্তির কারণে উঁচু-নিচু সড়কেও এটি সাবলীলভাবে চলতেও সক্ষম। ফলে গাড়ির ভেতরে থাকা পণ্য সুরক্ষিত থাকে। এছাড়া পণ্য পরিবহন ব্যবস্থাপনার জন্য যুক্ত রয়েছে ক্লাউড প্লাটফর্ম। এর মাধ্যমে তাৎক্ষণিক পণ্য পরিবহনের সর্বশেষ অবস্থা জানা যাবে। পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গাড়িটি তৈরির জন্য এরই মধ্যে দায়েজি পিঅ্যান্ডআই এবং সানডোং হেইমা গ্রুপের সঙ্গে চুক্তি করেছে সিঙ্গাওতো। এ উপলক্ষে আবুধাবিতে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদাররা। এ সময় সিঙ্গাওতোর গ্লোবাল সিইও ও সহপ্রতিষ্ঠাতা ক্রিস চেন বলেন, ‘টেকসই উদ্ভাবনই আমাদের লক্ষ্য। উন্নত প্রযুক্তি ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নিয়ে আমরা আরো বেশি টেকসই, সৃজনশীল ব্যবসায়িক উদ্যোগ নিতে চাই। এজন্য আমরা ইউএইকে বেছে নিয়েছি, কেননা দেশটি ২০৫০ সালের মধ্যে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার ৪৪ শতাংশে উন্নীত করতে চায়।’ প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম ইভি উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চায় ইউএই সরকার। সিঙ্গাওতো এ লক্ষ্য অর্জনে কাজ করবে বলে জানিয়েছে। এর মাধ্যমে লজিস্টিকস ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান শক্ত করতে চায় কোম্পানিটি। খবর ও ছবি খালিজ টাইমস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন