ডিএনএ পরীক্ষার জন্য এমপি আজীমের পরিবারকে ডেকেছে কলকাতা পুলিশ

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারুল আজীম ছবি : সংগৃহীত

সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীমের ডিএনএ পরীক্ষার জন্য তার পরিবারের সদস্যদের ডেকেছে কলকাতা পুলিশ। গতকাল এমপি আজীমের ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ এ তথ্য জানান।

তিনি জানান, ডিএনএ পরীক্ষার জন্য এমপির মেয়ে ও স্বজনদের যেতে বলা হয়েছে। তারা ঢাকার ডিবির সঙ্গেও যোগাযোগ করেছেন। ডিবি থেকে জানানো হয়েছে যে রোববার সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদেশযাত্রার প্রয়োজনীয় সরকারি আদেশের (জিও) জন্য আবেদন করবেন। এরপর কবে, কীভাবে যাবে সে বিষয়টি ঠিক করা হবে। তিনি ও এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত ২২ মে ভিসার জন্য ভারতীয় দূতাবাসে আবেদন করেন। ৩ জুন তারা ভারতের ভিসা পান। এমপি আনারের এক ভাইও তাদের সঙ্গে কলকাতায় যাবেন। আগে থেকে তার ভারতের ভিসা রয়েছে। 

এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনার। তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। এরপর ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘‌এমপি আনারকে কলকাতার এক বাড়িতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন