আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

আন্তর্জাতিক বাজারে গত কয়েকদিন ধরে অব্যাহত বাড়লেও গতকাল স্থিতিশীল ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্রের বাড়তি চাহিদা জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। খবর রয়টার্স। 

অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম আগের দিনের তুলনায় মাত্র দশমিক শূন্য ৫ শতাংশ বা ৪ সেন্ট বেড়েছে। ব্যারেলপ্রতি কেনাবেচা হয়েছে ৮২ ডলার ৭৯ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও (ডব্লিউটিআই) দশমিক শূন্য ৫ শতাংশ বা ৪ সেন্ট বেড়েছে। ব্যারেলপ্রতি কেনাবেচা হয়েছে ৭৮ ডলার ৬৭ সেন্টে। 

এর আগে পূর্বাভাসের চেয়ে যুক্তরাষ্ট্রের এপ্রিলের মূল্যস্ফীতি কমে যাওয়া এবং জ্বালানি তেলের মজুদ হ্রাসের কারণে গত কয়েকদিন থেকেই উর্ধ্বমুখী  ছিল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। কিন্তু দেশটিতে সম্প্রতি চাহিদা বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রে পরিশোধনাগারের সংখ্যা বাড়ায় সম্প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে এর মজুদ দৈনিক ৩১ লাখ ৪ হাজার ব্যারেল কমেছে। পেট্রলের মজুদ কমেছে দৈনিক ১২ লাখ ৬৯ হাজার ব্যারেল। তবে জ্বালানি তেলের মজুদ কমলেও ডিস্টিলেটসের মজুদ ৬ লাখ ৭৩ হাজার ব্যারেল বেড়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন