ভারতের বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার ব্যবহার বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতের বিদ্যুৎ উৎপাদন খাতের ৭০ শতাংশই কয়লার ওপর নির্ভরশীল। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ খাতে দেশটির কয়লার ব্যবহার রেকর্ড পরিমাণ বেড়েছে। এশিয়ার এ দেশে চলমান তীব্র তাপপ্রদাহ ও জলবিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতে কয়লার ব্যবহার বেড়েছে বলে থিংক ট্যাংক প্রতিষ্ঠান অ্যাম্বারের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভারতের কয়লা বিদ্যুতের উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে ঘণ্টায় ৩৩৮ টেরাওয়াটে উন্নীত হয়েছে। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহেও বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার ব্যবহার বেড়েছে। ভারতের গ্রিড কন্ট্রোলারের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী, গত মাসের প্রথম সপ্তাহে এ খাতের কয়লার ব্যবহার করা হয়েছে ৭৭ শতাংশ, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। অন্যদিকে মার্চে ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কমেছে। 

সাম্প্রতিক সময়ে অতিরিক্ত তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী তাপপ্রদাহ ও নতুন নতুন শিল্প-কারখানা তৈরির কারণে ভারতে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। তাই বাড়তি চাহিদা মেটাতে এ বছরের শুরুতে বিদ্যুৎ উৎপাদন খাতে কয়লার ব্যবহারও বাড়াতে হয়েছে। 

কয়লার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় একই সময়ে ভারতের বিদ্যুৎ উৎপাদন খাত থেকে কার্বন নিঃসরণের পরিমাণও বেড়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এ খাত থেকে সর্বমোট ৩১ কোটি ৬০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ও অন্যান্য সমজাতীয় গ্যাস নিঃসরণ হয়েছে। 

এদিকে ক্রমবর্ধমান চাহিদা মোকাবেলায় ভারতে কয়লা উত্তোলনও ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশীয় কয়লা উত্তোলন ১০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১১৩ কোটি টন হবে বলে পূর্বাভাস দিয়েছে ভারত। দিল্লির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, বর্ধিত চাহিদা পূরণে বেসরকারি মালিকানাধীন খনি থেকে কয়লার উত্তোলন বাড়বে। 

২০২৩-২৪ অর্থবছরে ৭৮ কোটি টন কয়লা উত্তোলনের পূর্বাভাস দিয়েছিল ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া। বর্তমানে এটি সংশোধন করে আরো সাত কোটি টন বাড়িয়ে সম্ভাব্য উত্তোলনের পরিমাণ ৮৫ কোটি টন প্রাক্কলন করেছে সংস্থাটি। সামগ্রিক উত্তোলনের ক্ষেত্রে ২০২২-২৩ অর্থবছরে কোল ইন্ডিয়ার হিস্যা ছিল ৮০ শতাংশ, উত্তোলন বাড়লেও পরের বছর তা কমে ৭৫ শতাংশ হতে পারে। এখন নতুন পূর্বাভাস অনুযায়ী, প্রত্যাশা পূরণ হলে টানা তৃতীয় বছরের মতো ভারতে কয়লা উত্তোলন ১০ শতাংশের বেশি হারে বাড়বে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন