২০২৬ সালে আসবে সানি দেওলের বর্ডার টু

ছবি: আল্ট্রা মুভি পার্লার

সানি দেওল অভিনীত বিখ্যাত সিনেমা বর্ডার। সামরিক বাহিনী ও যুদ্ধ নিয়ে সিনেমাটি নির্মাণ হয়েছিল ১৯৯৭ সালে। সে সময় ভালো ব্যবসা করেছিল। ‘গদর টু’র সাফল্যের পর বর্ডারের সিকুয়াল নির্মাণ হচ্ছে। অনেকদিন ধরে সিনেমাটি নিয়ে আলাপ হলেও এটি আসতে বেশ দেরিই হবে। ২০২৬ সালে মুক্তির প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। এতে সানি দেওলের সঙ্গে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকেও। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন