সানেমের সম্মেলনে পিআরআই চেয়ারম্যান

অন্যান্য রফতানি পণ্যে তৈরি পোশাকের মতো সুবিধা পেলে বাজার বিকশিত হবে

নিজস্ব প্রতিবেদক

সানেমের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

তৈরি পোশাক শিল্প খাতের মতো অন্যান্য রফতানি পণ্যও যদি সমান সুযোগ সুবিধা পায় তাহলে বিশ্ব বাজারে সেসব পণ্যের বাজার দ্রুত বিকশিত হবে বলে মন্তব্য করেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জাইদি সাত্তার।

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত সপ্তম বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলনে ‘বাংলাদেশে রফতানি বহুমুখীকরণ এবং কাঠামোগত রূপান্তরের চ্যালেঞ্জ’ শীর্ষক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন। 

ড. জাইদি সাত্তার বলেন, প্রতিযোগিতা সত্যিই কোনো সমস্যা নয়। বিগত ২০ বছর ধরে ৫০০ শতাধিক নন গার্মেন্ট পণ্য বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। কেন নন গার্মেন্ট পণ্যের এসব পণ্যের বাজার দ্রুত বিকশিত হচ্ছে না? তাদেরকেও পোশাক খাতের মতো সমান সুযোগ সুবিধা দেয়া হোক।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন