বিবিআরের ওয়েবিনার অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব বিজনেস রিসার্চের (বিবিআর) উদ্যোগে ১০ আগস্ট ‘‌দ্য শ্রীলংকান ক্রাইসিস: লেসনস ফর ডেভেলপিং কান্ট্রিজ’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েবিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান, আইসিএমএ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। বিবিআর পরিচালক প্রফেসর এসএম সোহরাব উদ্দিনের সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখেন চবি ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. ললিত পি. সামারাকুন। বিবিআর চেয়ারম্যান প্রফেসর ড. বিধান চন্দ্র মজুমদার ওয়েবিনারের সমাপ্তি ঘোষণা করেন। —বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন