প্রথম প্রান্তিকে ওএলইডি স্মার্টফোনের বিক্রি বেড়েছে

বণিক বার্তা ডেস্ক

৫১ শতাংশ ফোনে ওএলইডি প্যানেল ব্যবহার করেছে শাওমি ছবি: রয়টার্স

স্মার্টফোনে ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে ডিসপ্লের ওপর ভিত্তি করেই গ্রাহক তাদের পছন্দের ফোন বেছে নেন। স্মার্টফোনের ডিসপ্লে তাই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা গ্রাহকের ক্রয় প্রবণতাকেও প্রভাবিত করছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসহ ওএলইডি (অর্গানিক লাইট এমিটিং ডায়োড) ডিসপ্লের উন্নত ভিউ অ্যাঙ্গেল, কালো রঙের সামঞ্জস্যতা ও ব্যাটারির দীর্ঘ আয়ু এলসিডির (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে) তুলনায় আরো ভালো দেখার অভিজ্ঞতা প্রদান করে। ওএলইডি ডিসপ্লেকে তাই ভিন্নামাত্রায় উপস্থাপনের দিকে ঝুঁকছে স্মার্টফোন ব্র্যান্ডগুলো। যেমন এটির পাতলা ও নমনীয় প্যানেল বাঁকানো ডিসপ্লেসহ সরু আকৃতির স্মার্টফোন তৈরির সুযোগ এনে দেয়। 

গ্যাজেটস নাউতে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী ওএলইডি ডিসপ্লেসহ স্মার্টফোন বিক্রির পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৈশ্বিক প্রযুক্তিবিষয়ক বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিক্রি হওয়া স্মার্টফোনের মধ্যে ৪৯ শতাংশই ছিল ওএলইডি ডিসপ্লের। ২০২০ সালের প্রথম প্রান্তিকে যে সংখ্যাটি ছিল মাত্র ২৯ শতাংশ। প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ২৫০ ডলার মূল্যের ওপরের ওএলইডি ডিসপ্লের শেয়ারও ২০২৩ সালের প্রথম প্রান্তিক পৌঁছেছে ৯৪ শতাংশে।

আইফোন ১২ উন্মোচনের সময় স্মার্টফোনে ওএলইডি ডিসপ্লে সংযুক্তকরণের বিষয়টি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এসই মডেল ব্যতীত আইফোনের সব মডেল লঞ্চের সময় ওএলইডি প্যালেন সংযুক্ত করা হয়। প্রতিটি ডিভাইসের পুনরাবৃত্তির সঙ্গে এ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রীত সব স্মার্টফোনের প্রায় অর্ধেকই ওএলইডি ডিসপ্লে সম্পন্ন, যা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে শীর্ষে পৌঁছে। পরবর্তী সময়ে যদিও বৃদ্ধির এ প্রবণতা সমান্তরালভাবে অগ্রসর হয়েছে। 

অন্যদিকে বছরের পর বছর ধারাবাহিকভাবে ওএলইডি ব্যবহার কমিয়ে চলেছে স্যামসাং। চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্টটি স্মার্টফোনে মাত্র ৪১ শতাংশ ওএলইডি প্যানেল ব্যবহার করেছে, যা তিন বছরের মধ্যে কোম্পানির ওএলইডি প্যানেল ব্যবহারের সর্বনিম্ন। মূলত এলসিডি ডিসপ্লেযুক্ত এ-সিরিজের স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটি ওএলইডি ডিসপ্লের ব্যবহার কমিয়েছে। 

চীনের ফোন উৎপাদনকারী প্রধান কোম্পানির মধ্যে ওএলইডির ব্যবহার বাড়িয়েছে শুধু শাওমি। ২০২৩ সালের প্রথম প্রান্তিকজুড়ে কোম্পানিটি এর ৫১ শতাংশ স্মার্টফোনে ওএলইডি প্যানেল ব্যবহার করেছে, যা ২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ১৮ শতাংশ বেশি। শাওমির অন্যতম জনপ্রিয় রেডমি নোট সিরিজ স্মার্টফোনে ওএলইডি সংযুক্ত করার ঘোষণার মধ্য দিয়ে এর ব্যবহার বাড়ে। অপোর এ ডিসপ্লে ব্যবহার কিছুটা কমলেও ভিভোর ক্ষেত্রেও তা সমান্তরাল রয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে স্মার্টফোন প্রস্তুতকারক এ দুই প্রতিষ্ঠানের এলসিডি ডিসপ্লেযুক্ত ডিভাইস বিক্রির পরিমাণ ছিল ৬০ শতাংশের বেশি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন