আগ্রাসী ক্রিকেটই খেলে যেতে চান সাকিবরা

ক্রীড়া প্রতিবেদক

সিরিজের ট্রফি নিয়ে এক ফ্রেমে বাংলাদেশ দল। ছবি: বিসিবি

আমাদের অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমরা যদি খুব ভালো দল হয়ে উঠতে চাই, এভাবেই আমাদের খেলে যাওয়া উচিত এবং ঠিক এটাই আমরা করছি। কখনো এটা কাজে লাগবে, কখনো আমরা ব্যর্থ হব। তবে এভাবেই হয় এটা।

 

আজ আয়ারল্যান্ডের কাছে তৃতীয় টি২০ ম্যাচে হার শেষে কথাগুলো বলেছেন বাংলাদেশ দলনায়ক সাকিব আল হাসান।

 

প্রথম দুই ম্যাচে আক্রমণাত্বক ক্রিকেট খেলে সফল হয়েছেন বাটারার। দুটিতেই রান উঠেছে দুশর বেশি। কিন্তু আজ সেই ফর্মুলা কাজে লাগেনি। তবে সাকিব নিজেদের পরিকল্পনামতো আগ্রাসী ক্রিকেটই খেলে যেতে চান। তার কথায়, ‘‌‌আমরা ভালো ব্যাট করিনি। ক্রমাগত উইকেট হারিয়েছি। তবে যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই, তাতে এরকম হতে পারে। আমরা যদি এই অ্যাপ্রোচ নিয়ে এগিয়ে যাই, কখনো কখনো তা কাজে লাগবে না। আজকে সেই দিন, যেদিন কার্যকর হয়নি।’

 

টানা দুই ম্যাচে আধিপত্য করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে হেরেও খুব অসন্তুষ্ট নন সাকিব ও তার সহকর্মীরা। তিনি বলেন, ‘‌সত্যি বলতে কি, আমরা অনেক ভালো খেলেছি। সবশেষ ইংল্যান্ড সিরিজের মতোই আমরা একই ধরন, একই মানসিকতা, একই ইনটেনসিটি নিয়ে খেলেছি এবং দুটি ম্যাচে খুব ভালো করেছি। আমরা আমরা ভালো করতে পারিনি। দিনটি আমাদের ছিল না। আয়ারল্যান্ডকে কৃতিত্ব দেয়া উচিত, তারা হাল ছাড়েনি এবং আজকের দিনটি ছিল তাদের।’

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন