গত বছর প্রায় দেড় কোটি পর্যটক পেয়েছে দুবাই

বণিক বার্তা অনলাইন

ছবি: দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশীদ আল মাকতূমের টুইটার থেকে নেয়া

২০২২ সালে প্রায় দেড় কোটি পর্যটক পেয়েছে দুবাই। ২০২১ সালের চেয়ে যা ৯৭ শতাংশ বেশি। করোনা মহামারির ধাক্কা থেকে শহরটির পর্যটন খাত যে ঘুরে দাড়িয়েছে সর্বশেষ উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

দুবাইয়ের অর্থ ও পর্যটন মন্ত্রণালয় (ডিইটি) প্রকাশিত সর্বশেষ উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে দুবাইয়ে ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার বিদেশী পর্যটক এসেছে। ২০২১ সালের ৭২ লাখ ৮০ হাজারের চেয়ে যা প্রায় দ্বিগুণ। দুবাইয়ের পর্যটন খাত প্রায় মহামারি-পূর্ব মাত্রায় পুনরোদ্ধার হয়েছে। করোনাপূর্ব ২০১৯ সালে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছিল শপিং ও পর্যটন নগরীটি।

পর্যটন খাতে পুনরোদ্ধারে আঞ্চলিক ও বৈশ্বিক মান অতিক্রম করার ক্ষেত্রে আমিরাতটির গৃহীত নীতি সুফল বয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভ্রমণ ও ব্যবসায় পৃথিবীর শীর্ষ তিন শহরে জায়গা নেয়ার রূপকল্প হাতে নিয়েছেন দুবাইয়ের শাসক ও ইউএইর প্রধানমন্ত্রী শেখ মুহাম্মদ বিন রশীদ আল মাকতূম। ২০৩৩ সালের মধ্যে এ লক্ষমাত্রা পূরণের রূপকল্পের নাম দেয়া হয়েছে দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন