রাশিয়ার অস্বীকার

মিসাইল হামলায় ৪০০ রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

বণিক বার্তা অনলাইন

বিবিসির ছবি।

মস্কো অধিকৃত দোনেৎস্ক এলাকায় মিসাইল ছুঁড়ে অন্তত ৪০০ রুশ সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন। অবশ্য হতাহতের এ সংখ্যা স্বীকার করেনি রাশিয়া। তারা বলছে, ওই হামলায় মাত্র ৬৩ জন রুশ সেনা নিহত হয়েছে।

অবশ্য বিবিসির আজকের (২ জানুয়ারি) খবরে বলা হয়েছে, কোনো পক্ষই তাদের দাবির পক্ষে প্রমাণ দেয়নি।

বছরের প্রথম দিন, ১ জানুয়ারি ইউক্রেন মাকিভকা শহরের একটি ভবনকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে। ওই ভবনটিতে রুশ সেনারা অবস্থান করছিল। এ বিষয়ে রাশিয়া বিবিসির সম্পাদক স্টিভ রোজেনবার্গ বলেন, ‘হামলাটি মারাত্মক ছিল। তা নাহলে সাধারণত রাশিয়া প্রতিপক্ষের হামলার পর কখনো চুপ করে থাকে না।’

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনী বাহিনী একটি ভবনে মার্কিন তৈরি ছয়টি হিমারস রকেট নিক্ষেপ করেছে। ওই ভবনটিতে গোলা ও বারুদ মজুদ ছিল। এর ফলে ক্ষয়ক্ষতির মাত্রা কয়েকগুণ বেড়েছে।

তবে কয়েকটি সূত্র বিবিসিকে বলেছে, হামলা হয়েছে ঠিকই, কিন্তু নিহতের সংখ্যা ইউক্রেনের দাবি করা সংখ্যার চেয়ে কম। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন