টুইটার ব্লুতে ৬০ মিনিটের ভিডিও শেয়ারের সুযোগ

বণিক বার্তা ডেস্ক

টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই ইলোন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, প্লাটফর্মটিকে ভিডিও নির্মাতাদের জন্য আকর্ষণীয় করে উপস্থাপন করবেন। গতকাল এক ঘোষণায় মাইক্রোব্লগিং সাইটটি জানায়, টুইটার ব্লু ব্যবহারকারীরা সর্বোচ্চ ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও শেয়ার করতে পারবেন। ১০৮০পিক্সেল রেজল্যুশন সর্বোচ্চ জিবি আকারের ফাইল হতে হবে। এর আগে টুইটার ব্লু ব্যবহারকারীরা ১০ মিনিট এবং ৫১২ এমবি সাইজের ভিডিও শেয়ার করতে পারত। খবর টেকক্রাঞ্চ।

টুইটার তাদের সাপোর্ট পেজে শেয়ার করা এক বিবৃতিতে জানায়, আমাদের প্লাটফর্মে উচ্চমানের ভিডিও আপলোডের সুযোগ দিতে চাই।

তবে দীর্ঘ ভিডিও আপলোডের সুযোগ দেয়ায় প্লাটফর্মটিকে পাইরেসি সমস্যা মোকাবেলা করতে হবে। দেখা যাবে অনেক ব্যবহারকারী কোনো মুভি কিংবা টিভি শোর পুরো এপিসোড সোশ্যাল নেটওয়ার্কটিতে পোস্ট করে দিচ্ছে। গত মাসে এমনতর ঘটনা দেখা গিয়েছে। টুইটারের কপিরাইট সিস্টেম সাময়িক গোলযোগের মুখে পড়লে অনেক ব্যবহারকারীই বিভিন্ন মুভি ছোট ছোট খণ্ডে পোস্ট করা শুরু করেছিল। ৬০ মিনিট দৈর্ঘ্যের ভিডিও পোস্টের সুযোগ তৈরি হওয়ায় অনেকেই এখন অন্যের কনটেন্ট শেয়ার করে দিতে পারে। আরেকটি প্রশ্ন সামনে আসছে, মনিটাইজেশন সুবিধা দেবে কিনা টুইটার। ইউটিউব তাদের প্লাটফর্মে শেয়ার করা দীর্ঘ ভিডিওতে একাধিক বিজ্ঞাপন প্রদর্শন করে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন