প্রথম ওয়ানডে

মিরাজের ব্যাটিং বীরত্বে স্নায়ুক্ষয়ী জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর শেরেরাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে ১ উইকেটের স্নায়ুক্ষয়ী জয় তুলে নিল বাংলাদেশ। আগে ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসানের ঘূর্ণি ও এবাদত হোসেনের পেস তোপের মুখে ১৮৬ রানে গুটিয়ে যায় তারকাবহুল দল ভারত। যদিও ছোট রান তাড়া করতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্বাগতিকরা ১৩৬ রানের মধ্যেই হারায় ৯ উইকেট। সেখান থেকে পেস বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে অসীম বীরত্বে দলকে জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। অনেক নাটকীয়তা, অনেক অনিশ্চয়তা শেষে দুজন ৩৯ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে স্বাগতিকদের জিতিয়ে মাঠ ছাড়েন। মিরাজ ৩৯ বলে ৩৮ ও মুস্তাফিজুর ১১ বলে ১০ রান করেন।

 

এর আগে সাকিব ৩৬ রানে ৫টি ও এবাদত ৪৭ রানে ৪টি উইকেট নিয়ে ভারতকে আটকে দেন ১৮৬ রানে। মিরাজও নেন একটি উইকেট। পরে লিটন দাস (৪১) ও সাকিব (২৯) ভিত গড়ে দিলেও বাকিদের ব্যর্থতায় দল পড়ে হরের মুখে। যদিও মিরাজ বুক চিতিয়ে লড়াই করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দেন।

 

৩৭ ওয়ানডে ম্যাচের মুখোমুখিতে এটা বাংলাদেশের ষষ্ঠ জয়। আগামী বুধবার একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন