ডেল্টা লাইফের পর্ষদ পুনর্গঠন পরিকল্পনায় অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান এম এনায়েতুর রহিমের বেঞ্চ বাদী-বিবাদীর মধ্যে সমঝোতার আবেদনে সাড়া দিয়ে অনুমোদন দেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে বছরের ১৭ আগস্ট আইডিআরএ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের স্থগিতকৃত পর্ষদের সদস্যদের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা অনুসারে কোম্পানিটির পর্ষদ সদস্য হিসেবে আসছেন সংসদ সদস্য পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালক অধ্যাপক ডা. মো. জুনায়েদ শফিক, সাকিব আজিজ চৌধুরী, চাকলাদার রেজানুল আলম, সুরাইয়া রহমান, আদিবা রহমান জেয়াদ রহমান। এর মধ্যে জেনেক্স ইনফোসিস লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে ডা. মো. জুনায়েদ শফিক আরকম অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে চাকলাদার রেজানুল আলম দায়িত্ব নেবেন। হাফিজ আহমেদ মজুমদার সাকিব আজিজ চৌধুরী স্বতন্ত্র পরিচালক হিসেবে কোম্পানিটির পর্ষদে দায়িত্ব পালন করবেন। ডেল্টা লাইফের সাবেক চেয়ারম্যান মনজুরুর রহমানের স্ত্রী সুরাইয়া রহমান, ছেলে জেয়াদ রহমান মেয়ে আদিবা রহমান কোম্পানিটির পুনর্গঠিত পর্ষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আদিবা রহমান এর আগে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্বে ছিলেন। সমঝোতা প্রক্রিয়ার অংশ হিসেবে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে আজাদের ছেলে সাকিব আজাদকেও কোম্পানিটির পর্ষদ সদস্য করা হবে। তিনি দ্যাটস আইটি স্পোর্টস ওয়্যার লিমিটেডের মনোনীত পরিচালক হিসেবে কোম্পানিটির পর্ষদে আসবেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন