চার কোম্পানির এজিএম চলতি সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল), ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, লিবরা ইনফিউশনস লিমিটেড বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে তথ্য জানা গিয়েছে।

এনবিএল: ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি ন্যাশনাল ব্যাংক। আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বছরের ২৫ আগস্ট বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ: আগামী ২৭ আগস্ট বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

লিবরা ইনফিউশনস: আজ বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

বার্জার পেইন্টস বাংলাদেশ: ৩১ মার্চ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টস বাংলাদেশের পরিচালনা পর্ষদ। ঘোষিত চূড়ান্ত লভ্যাংশ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ আগস্ট সকাল ১০টায় ডিজিটাল মাধ্যমে এজিএম আহ্বান করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন