পণ্যঘাটতি মোকাবেলায় বিদেশী বিনিয়োগ চায় কিউবা

বণিক বার্তা অনলাইন

ছবি: বিবিসি

গত ৬০ বছরের মধ্যে প্রথমবারের মতো বিদেশী বিনিয়োগকারীদের পাইকারি এবং খুচরা বাণিজ্যের অনুমতি দেবে কিউবা। পণ্যের ঘাটতি মোকাবেলায় দেশটি এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিউবার এ পদক্ষেপটি কমিউনিস্ট সরকারের জন্য একটি বড় পরিবর্তন। এছাড়া ১৯৬০ সালের ফিদেল কাস্ত্রোর জাতীয়করণের নীতিকে বাতিল করে দেবে এ নীতি। কিন্তু কিউবায় এখন ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এবং জনগণের অসন্তোষসহ নানা কারণে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে। তাই এ নীতি গ্রহণ করতে বাধ্য হয়েছে। নীতির লক্ষ্য, খাদ্য এবং ওষুধের মতো মৌলিক পণ্যের ঘাটতি মোকাবেলা করা।

দেশটির সরকারী কর্মকর্তারা বলেছেন, বিদেশী বিনিয়োগকারীরা কিউবাভিত্তিক পাইকারদের সম্পূর্ণ বা আংশিক মালিকানা গ্রহণ করতে পারবেন। তবে বাণিজ্য মন্ত্রী বেটসি দিয়াজ ভেলাজকুয়েজ বলেছেন, যাচাই-বাছাই ছাড়া আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাজার উন্মুক্ত করা হবে না।

এ বিষয়ে অর্থমন্ত্রী আলেজান্দ্রো গিল বলেছেন, এ পদক্ষেপটি জনসংখ্যার পণ্য ঘাটতির মোকাবেলা ও বৈচিত্র্যকরণ এবং দেশীয় শিল্পের পুনরুদ্ধারে অবদান রাখবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন