টেসলার আরো ৬৮৮ কোটি ডলারের শেয়ার বিক্রি মাস্কের

টেসলার আরো ৭৯ লাখ ২০ হাজার শেয়ার বিক্রি করেছেন সংস্থাটির প্রধান ইলোন মাস্ক। শেয়ারগুলোর মূল্য প্রায় ৬৮৮ কোটি ডলার। গত সপ্তাহে বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বার্ষিক শেয়ারহোল্ডার মিটিংয়ের পর শেয়ারগুলো বিক্রি করা হয়েছে। নিয়ন্ত্রক ফাইলিংয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।


বিশ্বের শীর্ষ এ ধনকুবের জানিয়েছেন৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণে বাধ্য করা হলে তার অর্থের প্রয়োজন হবে। ইলোন মাস্ক বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমটি কেনা নিয়ে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েছেন। স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যসংক্রান্ত জটিলতার জেরে তিনি টুইটার অধিগ্রহণ স্থগিত করার ঘোষণা দিয়েছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে টুইটার মামলা করলে পাল্টা পদক্ষেপ হিসেবে মাস্কও সংস্থাটির বিরুদ্ধে মামলা ঠুকে দেন।  

এদিকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ছয়টি ফাইলিং অনুসারে, টেসলার সর্বশেষ শেয়ার লেনদেনগুলো ৫, ৮ ও ৯ আগস্ট করা হয়েছে।


এর আগেও তিনি একাধিকবার টেসলার শেয়ার বিক্রি করেছেন। গত মে মাসে টুইটার কেনার চুক্তির তিনদিনের মধ্যে প্রায় ৮৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করেন ইলোন মাস্ক। মাইক্রোব্লগিং সাইটটি কেনার অর্থ সংস্থানেই শেয়ার বিক্রি করছেন বলে ধারণা বিশ্লেষকদের। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন