উচ্চ জ্বালানি ব্যয়ে ভাড়া বাড়ানোর ইঙ্গিত কান্তাস এয়ারলাইনসের

বণিক বার্তা ডেস্ক

অভ্যন্তরীণ পরিষেবায় সক্ষমতা টিকিটের ভাড়ায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে কান্তাস এয়ারলাইনস। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়ায় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার উড়োজাহাজ পরিবহন সংস্থাটি। খবর রয়টার্স।

দুই বছর বিধিনিষেধের পর আকাশভ্রমণের চাহিদা বেড়েছে। চলতি বছরের জুলাই আগস্টের জন্য অভ্যন্তরীণ রুটে ফ্লাইং লেভেল ১০৭ থেকে ১০৩ শতাংশে নামিয়ে আনবে কান্তাস এয়ারলাইনস, যা কভিডপূর্ব ফ্লাইং লেভেলের সমান। তবে টিকিটের ভাড়া সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

এক বিবৃতিতে কান্তাস এয়ারলাইনস জানায়, বাস্তবিক অর্থে পরিবর্তনগুলো ফ্লাইটের সিটের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখবে। সংস্থাটির আন্তর্জাতিক ফ্লাইটের চাহিদা ঊর্ধ্বমুখী রয়েছে। মূলত নভেল করোনাভাইরাসে আক্রান্তের হার কিছুটা কমায় কভিডজনিত বিধিনিষেধ শিথিল করতে শুরু করেছে বিভিন্ন দেশের সরকার। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক রুটে চাহিদা ঊর্ধ্বমুখী রয়েছে।

অস্ট্রেলীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি জানিয়েছে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সক্ষমতা কভিডপূর্ব সময়ের ৭০ শতাংশে পৌঁছেছে। এর আগের প্রান্তিকে উড়োজাহাজ পরিবহন সংস্থাটির সক্ষমতা ছিল কভিডপূর্ব সময়ের ৫০ শতাংশের সমান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন