শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা ইঞ্জি. মো. মনসুরুজ্জামান ব্যাংকটির লাখ ৫৩ হাজার ৩১১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে শেয়ার বিক্রি করা হবে। উদ্যোক্তার কাছে বর্তমানে ব্যাংকটির ২৮ লাখ ৫৩ হাজার ৩১১টি শেয়ার রয়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হাজার ৩৩ কোটি ২২ লাখ টাকা। রিজার্ভে রয়েছে হাজার ১৮১ কোটি ৯২ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৩২ লাখ ১৭ হাজার ২৮। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৫৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ২৫, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ৯৮ সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৬ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ শতাংশ স্টক লভ্যাংশ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন