কাঁচা মরিচের দাম কেজিতে ১৫ টাকা বৃদ্ধি

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

মাঘের হঠাৎ বৃষ্টিতে দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা। পাইকারি বাজারে বেড়েছে ১০ টাকা।

জানা গেছে, দুদিন আগেও হিলিতে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম ছিল ২৫ টাকা। পাইকারিতেও ২৫ টাকা কেজি দরে মরিচ বিক্রি হচ্ছিল। কিন্তু গত দুদিনের বৃষ্টির পর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে খুচরা ৪০ ও পাইকারি ৩৫ টাকায়।

হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, সম্প্রতি মাঘ মাসের হঠাৎ বৃষ্টিপাতে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেতগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচের সরবরাহ ব্যাহত হয়েছে। বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমার কারণেই দাম বেড়েছে। বর্তমানে আমাদের বেশি দামে মরিচ কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচের আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, সরবরাহ স্বাভাবিক হয়ে এলে দাম কমে আসবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন