ছয় মাসে গার্মেন্ট শ্রমিকদের ১৮ কোটি টাকা সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শতভাগ রফতানিমুখী গার্মেন্ট শিল্পের শ্রমিকদের কল্যাণের জন্য গঠিত কেন্দ্রীয় তহবিল থেকে সহায়তা হিসেবে গত ছয় মাসে  ১৮ কোটি লাখ ৯৫ হাজার টাকা  দেয়া হয়েছে। শ্রমিকের মৃত্যুজনিত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের সন্তানের উচ্চশিক্ষায় এসব সহায়তা দেয়া হয়। গতকাল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক . সেলিনা আক্তার তথ্য জানান।

তহবিল থেকে গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর-২১) হাজার ৫২৮ জন শ্রমিকের মৃতজনিত কারণে শ্রমিকের পরিবার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা হিসেবে অর্থ প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন