১৬ জানুয়ারি ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন ১৬ জানুয়ারি শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এন ক্যাটাগরিতে শেয়ারটি লেনদেন করবে। এর ট্রেডিং কোড হবে ইউনিয়নআইএনএস কোম্পানি কোড ২৫৭৫৩ ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৭৯তম কমিশন সভায় ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিওর অনুমোদন দেয়া হয়। বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য গত ১৫ ডিসেম্বর থেকে কোম্পানিটির সাবস্ক্রিপশন শুরু হয়। চলে ২২ ডিসেম্বর পর্যন্ত।

আইপিও প্রসপেক্টাসের তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্য মোট কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি সাধারণ শেয়ার ইস্যু করে। এর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি ৩৬ লাখ হাজার ৪০ টাকা উত্তোলন করে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ, ফ্লোর ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন