দক্ষিণ কোরিয়ায় চাল উৎপাদনে প্রবৃদ্ধির পূর্বাভাস

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় চাল উৎপাদনে প্রবৃদ্ধির পূর্ভাবাস মিলেছে। ২০২১-২২ বিপণন মৌসুমে গত বছরের তুলনায় ১১ শতাংশ চাল উৎপাদন বাড়তে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কোরিয়া (কস্ট্যাট) খবর ওয়ার্ল্ডগ্রেইন ডটকম।

কস্ট্যাটের পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ বিপণন মৌসুমে ৩৮ লাখ ৮০ হাজার টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে দেশটিতে। দক্ষিণ কোরীয় সংস্থাটির সেপ্টেম্বরের পূর্বাভাস থেকে এটি প্রায় দশমিক শতাংশ বেশি। কস্ট্যাটের অনুমান সত্যি হলে এটি হবে দেশটির ইতিহাসে সর্বোচ্চ চাল উৎপাদনের মৌসুম। এর আগে ২০১৮ সালে দক্ষিণ কোরিয়া সর্বোচ্চ ৩৮ লাখ ৬০ হাজার টন চাল উৎপাদন করে।

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ায় ধানের ফলন বেড়েছে দশমিক শতাংশ। আবাদি অঞ্চল বেড়েছে প্রায় দশমিক শতাংশ। আবাদ ফলন চাল উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে।

২০২১-২২ মৌসুমে আবাদযোগ্য জমির পরিমাণ বাড়লেও ১০ বছর আগের তুলনায় কমেছে। ২০১১ সালে লাখ ৫৪ হাজার হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছিল। চলতি বছর এটি লাখ ৩২ হাজার হেক্টরে নেমেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন