হাসান আজিজুল হকের অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

নিউমোনিয়া ও হার্টের সমস্যা থেকে সেরে উঠেছেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। তাকে রাজশাহীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় তিন সপ্তাহ চিকিৎসা নেন তিনি। 

হাসান আজিজুল হকের ছেলে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ১১টায় হাসান আজিজুল হককে নিয়ে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয় তার পরিবার। লবণের ঘাটতি পূরণ ও ফিজিওথেরাপি নিতে হবে তাকে। 

কয়েক মাস আগে বাথরুমে পড়ে কোমরে ব্যথা পেয়েছিলেন এই কথাসাহিত্যিক। গত ১৫ আগস্ট তিনি ফের অসুস্থ হয়ে পড়েন। গত ২১ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন