অসহায় মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

বণিক বার্তা অনলাইন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন দেশের অসহায়, দুঃস্থ, দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পাশে আছে সরকার । করোনা মহামারীতে পবিত্র ঈদুল ফিতর যেন প্রান্তিক জনগোষ্ঠী ভালোভাবে আনন্দের সাথে উদযাপন করতে পারে এজন্য সরকার মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ।

আজ বুধবার খুলনা জেলা প্রশাসন আয়োজিত 'মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান' অনুষ্ঠানে ভার্চুয়্যালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী ।

খুলনা জেলার ৯ টি উপজেলার ৬৮ টি ইউনিয়নের ১৭ হাজার পরিবারকে 'মাননীয় প্রধানমন্ত্রী মানবিক সহায়তা' হিসেবে বিকাশ পেমেন্টের মাধ্যমে অর্থ সহায়তা প্রদান করা হয় । প্রতিটি পরিবারকে ১ (এক) হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এবং খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন