হিলিতে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি, হিলি

বেশ কিছুদিন ধরে স্থিতিশীল থাকার পরে সরবরাহ কমার অজুহাতে আবারো দিনাজপুরের হিলিতে দেশী পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দুদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। দুদিন আগে প্রতি কেজি পেঁয়াজ ২৪-২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৫-৩৬ টাকা হয়েছে। তবে দু-একটি দোকানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় মসলাজাতীয় পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন ক্রেতারা, দাম নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম সাজ্জাদুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম ২০-২৫ টাকার মধ্যে ছিল। তবে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। দুদিন আগেও যেখানে পেঁয়াজ কিনেছি ২৪-২৫ টাকা কেজি দরে, সেই পেঁয়াজ আজ কিনতে এসে শুনি ৩৫-৩৬ টাকা হয়ে গেছে।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা ফিরোজ হোসেন শেরেগুল ইসলাম জানান, পাবনা অঞ্চলে কৃষকরা যে তোরা পেঁয়াজ লাগিয়েছিলেন, সেটির উৎপাদন কম হওয়ার কারণে মোকামে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। চাহিদামতো পেঁয়াজ না পাওয়ায় পাবনার মোকামে দুদিন আগে যে পেঁয়াজ প্রতি মণ হাজার টাকা বিক্রি হয়েছিল, এখন সেটি বেড়ে হাজার ৪০০-৫০০ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। ফলে আমাদের বাড়তি দামে পেঁয়াজ কিনতে হওয়ায় বাজারে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বর্তমানে দেশী জাতের পেঁয়াজ ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমতে পারে বলেও জানান তারা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারত রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে সাড়ে তিন মাস বন্ধের পর গত জানুয়ারি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়। তবে দেশের বাজারে দেশী পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ দাম কম হওয়ায় পেঁয়াজ আমদানি করে লোকসান হচ্ছিল। কারণে ২৭ জানুয়ারি থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিলেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বাজারে দরবৃদ্ধি পাওয়ায় ৩৬ দিন বন্ধের পর মার্চ বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়।

তিনি জানান, ওইদিন বন্দর দিয়ে এক ট্রাক পেঁয়াজ আমদানি হয়। এরপর মার্চ দুই ট্রাক পেঁয়াজ আমদানি হয়, যা ৩০ টাকা কেজি দরে বিক্রি হয়। চাহিদা থাকায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তবে বাজারে পেঁয়াজ সরবরাহ বাড়াতে এবং আসন্ন রমজানকে ঘিরে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া উচিত বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন