নিপ্রো-জেএমআই মার্কেটিং কোম্পানির যাত্রা

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর মধ্যে চিকিৎসা সরঞ্জাম খাতে প্রায় ১২৮ কোটি টাকা বা ১৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে জাপানের খ্যাতনামা বহুজাতিক শিল্পগোষ্ঠী নিপ্রো করপোরেশন। লক্ষ্যে নিপ্রো করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান নিপ্রো এশিয়া পিটিই লিমিটেড দেশীয় প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান জেএমআই মার্কেটিং লিমিটেডের সঙ্গে মিলে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড নামে নতুন কোম্পানি গঠন করেছে।

গতকাল সকালে রাজধানীর বাংলামোটরে জেএমআই গ্রুপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সময় কেক কেটে নতুন প্রতিষ্ঠানের যাত্রা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেএমআই গ্রুপের বিভিন্ন কারখানায় উৎপাদিত চিকিৎসা যন্ত্রপাতি সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করবে নিপ্রো জেএমআই মার্কেটিং লিমিটেড। পাশাপাশি আমদানি করা চিকিৎসা যন্ত্রপাতি সরঞ্জামের মান নিশ্চিত করে দেশ-বিদেশে বাজারজাত করবে নতুন প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা এমডি আবদুর রাজ্জাক, নিপ্রো এশিয়া পিটিই লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা শিগেতমি হিসাও, জেএমআই গ্রুপের চেয়ারম্যান জাবেদ ইকবাল পাঠান, জেএমআই গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের প্রধান অভিজিৎ পাল প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন