যুক্তরাজ্য, চীনকে সিপিটিপিপিতে টানতে চায় জাপান

বণিক বার্তা ডেস্ক

কম্প্রিহেনসিভ অ্যান্ড প্রগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপের (সিপিটিপিপি) পরিধি আরো বাড়াতে চাইছে জাপান। দেশটি চীন ব্রিটেনকেও জোটে টানতে চাইছে। জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা শুক্রবার এমন মনোভাব পোষণ করেন। খবর রয়টার্স।

সিপিটিপিপির মোট সদস্য সংখ্যা ১১। এগুলো হলো অস্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ভিয়েতনাম। সুগা মনে করেন, চীন যুক্তরাজ্যও চুক্তির সুবিধাভোগী হতে পারে।

তিনি বলেন, জাপান আশা করছে, সম্প্রতি স্বাক্ষরিত রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) চুক্তির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুক্ত বাণিজ্যের ধারা সুপ্রতিষ্ঠিত হবে। এছাড়া আগামী বছর সিপিটিপিপির চেয়ার হিসেবে এর পরিধি আরো বাড়ানোর উদ্যোগ নেব আমরা। এপেক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে এপেক সিইও ডায়ালগে পাঠানো এক ভিডিও মেসেজে সুগা একথা বলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন