অর্থনীতি পুনরূজ্জীবিত করতে নানা উদ্ভাবনী উপায় নিয়ে ভাবতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনা ভাইরাস কভিড-১৯ মহামারীর প্রভাবে বিশ্বব্যাপী কর্মসংস্থান হ্রাস ও দারিদ্র্য বৃদ্ধির কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। অর্থনীতিকে পুনরূজ্জীবিত করতে বিভিন্ন উদ্ভাবনী উপায় ও মডিউল নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে ‘এক্সিলারেট বাংলাদেশ’ স্টার্টআপ মডেলকে সুসংহত ও অর্থনীতিকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি। 

বেটার স্টোরিজ লিমিটেড ও বাংলাদেশ এঞ্জেলসের আয়োজনে ব্রিজ ফর বিলিয়নস ও বিনিয়োগ বৃদ্ধির সহযোগিতায় ‘এক্সিলারেট বাংলাদেশ’ নামক ১২ সপ্তাহের অধিক সময়ব্যাপী একটি ইনভেস্টমেন্ট রেডিনেস প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠানে আজ বুধবার (৯ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

এসময় স্পিকার ‘এক্সিলারেট বাংলাদেশ’-এর উদ্বোধন ঘোষণা করেন। ‘এক্সিলারেট বাংলাদেশ’-প্রোগ্রামটির মাধ্যমে স্টার্টআপদের ৮টি ইম্প্যাক্ট ও কমার্সিয়াল ইনভেস্টমেন্ট রেডিনেস মডিউলের মাধ্যমে ইনভেস্টমেন্ট পেতে প্রস্তুত করার যে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয় বলে উল্লেখ করেন স্পিকার।

স্পিকার বলেন, আমাদের দেশে অনেক মেধাবী ও দক্ষ নারীরা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। চাহিদা ও যোগানের মধ্যে সমন্বয় রেখে বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনায় তাদের সম্পৃক্ত করতে হবে। এর মাধ্যমে মন্দা প্রভাব কাটিয়ে সচল ও শক্তিশালী অর্থনীতি পুনর্গঠন সম্ভব। 

বাংলাদেশ এঞ্জেলসের সিইও নির্ঝর রহমান ও বেটার স্টোরিজ লিমিটেডের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ারের যৌথ পরিচালনা ও সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বেটার স্টোরিজ লিমিটেডের পরিচালক সেলিমা হোসেন। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে ভারতের আভিস্কার গ্রুপের ফাউন্ডার এবং চেয়ারম্যান ভিনিত রায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে স্টার্টআপ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর টিনা জাবিন, ডিজিটাল হেলথকেয়ারের কো-ফাউন্ডার এবং সিইও সাজিদ রহমান, আভিষ্কার গ্রুপের পার্টনার সঞ্চয়ন চক্রবর্তী, রুটস অব ইম্প্যাক্টের প্রোগ্রাম ম্যানেজার মেক্সিম চেন, লাইট ক্যাসল পার্টনারের কো-ফাউন্ডার ও সিইও বিজন ইসলাম, ব্রিজ ফর বিলিয়ন্সের সিইও জুলি মুরাত ও বিনিয়োগ বৃদ্ধি'র কান্ট্রি কো-অর্ডিনেটর মেহাদ উল হক বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন