সাংবাদিক কথাসাহিত্যিক রাহাত খান আর নেই

নিজস্ব প্রতিবেদক

কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহাত খান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় নিজ বাসাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাহাত খান ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রাহাত খানের স্ত্রী অপর্ণা খান ফেসবুকে মৃত্যুর খবর জানান। তিনি জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় ইস্কাটন গার্ডেনের বাসায় মারা যান রাহাত খান। রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমাগারে রাখা হবে। আগামীকাল শনিবার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তবে সময় এখনও ঠিক হয়নি।

দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন রাহাত খান। করোনাকালে জটিল চিকিৎসা প্রক্রিয়া হওয়ায় তার সার্জারি করা যাচ্ছিল না বলে বাসাতেই অবস্থান করছিলেন।

রাহাত খান বাংলাদেশের খ্যাতিমান একজন কথাশিল্পীও।  ষাটের দশক থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত ছিলেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন