অপরাজিতা ইন্টারন্যাশনালকে ৫ লাখ টাকা পরিশোধ করেছে বিএসএমএমইউ

বণিক বার্তা অনলাইন

মাস্ক সরবরাহ বাবদ অপরাজিতা ইন্টারন্যাশনালকে এ পর্যন্ত ৫ লাখ টাকা পরিশোধ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)। 

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ জানান, মোট ৪টি লটে ৩ হাজার ৪৬০টি মাস্ক গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ত্রুটিপূর্ণ ৯৫৯টি মাস্ক ফেরৎ দেয়া হয়েছে। ফলে অপরাজিতা ইন্টারন্যাশনাল এর কাছ থেকে গ্রহণকৃত মাস্কের প্রকৃত সংখ্যা হলো ২ হাজার ৫০১টি। ৭৩০ টাকা হিসেবে এর আর্থিক মূল্য ১৮ লাখ ২৫ হাজার ৭৩০ টাকা এবং এরমধ্যে মাত্র ৫ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

এর আগে নকল ও নিম্নমানের মাস্ক সরবরাহের জন্য অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করেছে বিএসএমএমইউ।গত ২৩ জুলাই শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ থেকে শারমিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। আজ শনিবার তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন