বেতন পরিশোধে আরো ৩ হাজার কোটি টাকা পেলো রফতানিমুখী শিল্প

নিজস্ব প্রতিবেদক

বেতন পরিশোধে আরো তিন হাজার কোটি টাকা বরাদ্দ পেয়েছে পোশাক খাত। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ সংক্রান্ত দিক নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, শ্রমিকদের জুলাই মাসের মজুরি পরিশোধে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এটি এই খাতে ‘শেষবারের মতো’ ঘোষিত প্রণোদনা। 

চীনে উৎপত্তি হয়ে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি শুরুর আগের দিন ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রফতানি খাতে শিল্প কারখানার শ্রমিকদের মজুরি বিশেষ ঋণ সুবিধার মাধ্যমে পরিশোধে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন। প্রধানমন্ত্রী ঘোষিত প্যাকেজ থেকে ঋণ সুবিধা দিয়ে এপ্রিল-মে-জুন মাসের বেতন দিতে অতিরিক্ত আরও আড়াই হাজার কোটি টাকার প্রয়োজন হয় পোশাক খাতের। সরকার ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ থেকে ঋণ সুবিধা নিয়ে সেই প্রয়োজন মেটানো হয়।

এখন শ্রমিকদের জুলাই মাসের মজুরি পরিশোধে আরও তিন হাজার কোটি টাকা বরাদ্দ কথা জানিয়ে বাণিজ্যিক ব্যাংকে পাঠানো দিক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বলেছে, কভিড- ১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবেলার লক্ষ্যে ক্ষতিগ্রস্থ শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানসমূহকে ওয়ার্কিং ক্যাপিটাল বাবদ ঋণ বা বিনিয়োগ প্রদানের নিমিত্ত ঘোষিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ হতে সচল রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের জন্য শেষবারের মতো জুলাই ২০২০ মাসের বেতন প্রদানের বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ লক্ষ্যে সরকার কর্তৃক ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সঙ্গে অতিরিক্ত তিন হাজার কোটি টাকা বৃদ্ধি করে ৩৩ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন