নরেন দাসের মৃত্যুতে দুদক চেয়ারম্যানের শোক

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশনের বিভিন্ন কর্মপ্রক্রিয়ায় সম্পৃক্ত লেজিসলেটিভ ও সংসদ বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে শোক জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের ইকবাল মাহমুদ। 

এক শোকবার্তায় তিনি বলেন, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে নরেন দাস জাতিসংঘ দুর্নীতি বিরোধী কনভেনশনের বাংলাদেশ চ্যাপ্টারের বিভিন্ন কর্মপ্রক্রিয়ায় সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে প্রজাতন্ত্র একজন দক্ষ ও উচ্চ নৈতিকতসম্পন্ন কর্মকর্তাকে হারাল। তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।           

কভিড-১৯ আক্রান্ত নরেন দাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাারা যান। ২০১৯ সালের ৩ নভেম্বর থেকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন নরেন দাস। এর আগে তিনি এ বিভাগের অতিরিক্ত সচিবের (ড্রাফটিং) দায়িত্বে ছিলেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন